আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের নেতৃত্বে যশপ্রীত বুমরা, সুযোগ পেলেন রিঙ্কু

0
11

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ জুলাই: আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশপ্রীত বুমরা। চোট সারিয়ে দলে এলেন প্রসিদ্ধ কৃষ্ণাও। আয়ারল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হল হার্দিক পাণ্ডিয়া, শুভমান গিল এবং সূর্যকুমার যাদবকে। রিঙ্কু সিংও জায়গা পেলেন জাতীয় দলে।

সহ অধিনায়ক হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড। দলে এসেছেন বাংলার দুই বোলার শাহবাজ আমেদ ও মুকেশ কুমার। মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে ১৫ সদস্যের দল।  গতবছর সেপ্টেম্বর মাস থেকে জাতীয় টিমের বাইরে রয়েছেন বুমরা।

চলতি বছর মার্চ মাসে তাঁর অস্ত্রোপচারও হয়।  গত সপ্তাহে ভারতীয় বোর্ডের তরফ থেকে পেশ করা মেডিক‌্যাল বুলেটিনে। জানানো হয়, ডানহাতি পেসার পুরোদমে বোলিং শুরু করে দিয়েছেন নেটে।  প্রসঙ্গত, আগামী ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে আয়ারল‌্যান্ড সিরিজ। তিনটে টি-টোয়েন্টি ম‌্যাচ খেলবে ভারত সেখানে।  ম্যাচগুলি হবে ১৮, ২০ এবং ২৩ অগস্ট।

ঘোষিত দল: বুমরা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জসওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), জীতেশ শর্মা (উইকেট কিপার), শিবম দুবে,  ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here