খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ অগাস্ট: কর্মীদের ইএসআই না দেওয়ার জন্য ছ’ মাসের জেল হল অভিনেত্রী তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদ জয়াপ্রদার। বর্ষীয়ান অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, জয়াপ্রদা থিয়েটার কমপ্লেক্সের কর্মীদের এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্সের টাকা দেননি।
জয়াপ্রদা এবং তাঁর দুই বিজনেস পার্টনার চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় কয়েক বছর আগে জয়াপ্রদা ও দুই বিজনেস পার্টনার চেন্নাইয়ের ওই সিনেমা হলটিকে বন্ধ করে দেন। কিন্তু কর্মীদের অভিযোগ ইএসআই অর্থ সরকারি বীমা কর্পোরেশনকে দেওয়া হয়নি।
প্রাথমিকভাবে এক কর্মী রাজ্যের ইন্সিওরেন্স কর্পোরেশনের বিরুদ্ধে ESI না দেওয়ায় মামলা করেছিল। এবার সেই মামলায় রায় দিল চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট কোর্ট। ঘটনায় অভিনেত্রী জয়াপ্রদার সঙ্গে তাঁর দুই বিজনেস পার্টনার রামকুমার এবং রাজাবাবুকেও দোষী সাব্যস্ত করেছে চেন্নাই আদালত।
প্রত্যেকের ৬ মাসের জেল ও ৫০০০ টাকা জরিমানা করল আদালত। আদালতের এই রায় শোনার পর জয়াপ্রদা চেন্নাইয়ের ওই থিয়েটার হলের মালিক হিসেবে ওই সিনেমা হল কর্মীদের বকেয়া পারিশ্রমিক পুরোপুরি চুকিয়ে দেওয়ার কথা জানালেও আদালত তাদের রায় বহাল রেখেছে।