খবরিয়া নিউজ ডেস্ক, ২৩শে জুন, কান্দিঃ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জেলবন্দি জীবনকৃষ্ণ সাহার স্ত্রী। খবর পেয়ে জীবনকৃষ্ণ জানিয়েছিলেন, স্ত্রীর এই কাজে সমর্থন নেই তাঁর। এরপরই মনোনয়ন প্রত্যাহার করে নেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগরী। কিন্তু তারপর থেকেই খোঁজ নেই তাঁর। এনিয়ে শুরু হয়েছে জল্পনা।
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই টগরী সাহা নির্দল প্রার্থী হয়ে বড়ঞা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সেদিন তাঁর পাশে থেকে বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি রবীন কুমার ঘোষ জানিয়েছিলেন টগরী সাহা নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করছেন। আগামী দিনে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বুঝিয়ে টিকিটের ব্যবস্থা করা হবে। কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কোনও নির্দল প্রার্থীকে দল সমর্থন করবে না। এর পরেই ২০ জুন মনোনয়নপত্র প্রত্যাহার করেন টগরী সাহা। তবে তারপর তিনি কোথায় রয়েছেন, তার কোনও খোঁজ নেই। বাড়ির গেটে রয়েছে তালা বন্ধ। প্রতিবেশীরাও জানেন না তিনি কোথায়। বিধায়ক পত্নীকে নিয়ে এলাকায় জল্পনা দিন দিন বাড়ছে। প্রতিবেশীরা জানিয়েছেন, টগরী সাহা সম্ভবত পরিবারের সদস্যদের সাথে রথযাত্রা উপলক্ষে পুরীতে গেছেন পুজো দিতে।
প্রসঙ্গত, বড়ঞা পঞ্চায়েত সমতির ১১ নং আসনে এবার লড়াই হচ্ছে কংগ্রেসের পম্পা অধিকারী ও তৃণমূলের প্রার্থী সুলতানা বেগম মধ্যে। টগরী সাহা মনোনয়ন তুলে নেওয়ায় আর কোনও নির্দল নেই । বিজেপি ও অন্য দলেরও প্রার্থী নেই।