খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ সেপ্টেম্বর, নয়াদিল্লিঃ অবশেষে দূর হল যাবতীয় সংশয়। জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্ত্রী কোভিড আক্রান্ত হওয়ায় বাইডেনের ভারত সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আশ্বাসের কথা শোনাল হোয়াইট হাউস। জানানো হল, দ্বিতীয়বারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে জি-২০ সম্মেলনে তাঁর যোগ দিতে কোনও সমস্যা নেই।
তবে তিনি সফরে বেশির ভাগ সময় মাস্ক পরে থাকবেন ও করোনা গাইডলাইন মেনে চলবেন। নিয়মিত তাঁর করোনা পরীক্ষা করা হবে। দিল্লিতে অবতরণের পর মার্কিন প্রেসিডেন্ট ও অন্যান্যদের ফের একবার করোনা পরীক্ষা করা হবে। মঙ্গলবারই জানা যায়, জিল বাইডেনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও করোনা পরীক্ষা করা হলে, তার রিপোর্ট নেগেটিভ আসে। মঙ্গলবারও তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আরও একবার করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টও নেগেটিভ আসায়, ভারত সফরে আসায় আর কোনও বাধা রইল না মার্কিন প্রেসিডেন্টের।
হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারিন জিন পিয়ের জানিয়েছেন, বৃহস্পতিবারই দিল্লি আসছেন বাইডেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এরপর ৯ ও ১০ সেপ্টেম্বর তিনি জি২০ সম্মেলনে যোগ দেবেন। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক এই সম্মেলনের আগে মোদি-বাইডেন বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও চিন সাগরে লালফৌজের আগ্রাসানের বিরুদ্ধে একজোট হয়েছে আমেরিকা ও ভারত।
ফলে জি-২০-র মঞ্চ থেকে দুই মিত্রদেশ চিনকে কী বার্তা দেয় সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। মোদির সঙ্গে বৈঠকের পরে শনি ও রবি জি-২০ সম্মেলনে অংশ নেবেন বাইডেন। উল্লেখ্য, আসন্ন জি-২০ সামিটের আয়োজক দেশ ভারত। ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দিন চলবে এই সম্মেলন।