খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৬ জানুয়ারি, ওয়াশিংটন: হোয়াইট হাউস থেকে তাঁর বিদায়ের পরেই আমেরিকায় ‘বিপজ্জনক গোষ্ঠীশাসন’ শুরু হতে চলেছে। যা বিপদে ফেলবে মার্কিন নাগরিকদের পাশাপাশি গোটা বিশ্বকে। বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে এই আশঙ্কা প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
আগামী সোমবার, ২০ জানুয়ারি হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন জো বাইডেন। আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। একই দিনে তাঁর আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। বুধবার পঞ্চম এবং শেষবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ভাষণ দিলেন বাইডেন।
তিনি বলেন, ‘‘বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি অভিজাত গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে।’’ বাইডেন আরওবলেন, ‘‘আমেরিকার নাগরিকদের ভুল এবং মিথ্যা তথ্য দেওয়া শুরু হয়েছে। এর ফলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। খর্ব হবে সংবাদমাধ্যমের স্বাধীনতা।’’
এদিনের বিদায়ী ভাষণে বিগত ৫ বছরে তাঁর প্রশাসনের সাফল্যের প্রশংসাও করেন বাইডেন।প্রসঙ্গত, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমে ডেমোক্র্যাটদের হয়ে বাইডেনের প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু তা নিয়ে দলের অন্দরেই একাধিক মতবিরোধ দেখা দিয়েছিল। অবশেষে বাইডেন সরে দাঁড়িয়ে দলের প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম সুপারিশ করেছিলেন। কিন্তু রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের কাছে ভোটে পরাজিত হন কমলা। যা নিয়ে সম্প্রতি আক্ষেপের সুর শোনা গিয়েছিঢ় বাইডেনের গলায়। বাইডেন জানিয়েছিলেন, ভোটে দাঁড়ালে তিনি ট্রাম্পকে হারাতে পারতেন।