খবরিয়া নিউজ ডেস্ক, ২৩শে জুন, তুফানগঞ্জ: পঞ্চায়েত ভোটের মুখে ফের ভাঙন বিজেপিতে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তুফানগঞ্জ ২ নং ব্লকে ভানুকুমারী ২নং অঞ্চলের জোড়াইমোড়ে তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে একটি আলোচন সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই মান্তানী ৯/১২৫ নং বুথের বিজেপির বুথ সহ সভাপতি শ্যামল বর্মন বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করেন। বিজেপির প্রার্থী পছন্দ না হওয়াতে তিনি তৃণমূলে যোগদান করেছেন বলে জানিয়েছেন।
এই ব্যাপারে তুফানগঞ্জ ২নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি চৈতি বর্মন বড়ুয়া জানান, শুক্রবার বিকেলে জোড়াইমোড় তৃনমূল কংগ্রেস কার্য্যালয়ে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা সভা ছিল বিভিন্ন বুথের বুথ সভাপতিদের নিয়ে। সেই আলোচনা সভা শেষে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বুথের সহ সভাপতি শ্যামল বর্মন। বিষয়টি নিয়ে বিজেপি নেতা বিমল পাল জানিয়েছেন, জোর করে শ্যামলবাবুকে তৃণমূলে যোগদান করানো হয়েছে। খুব শীঘ্রই তাঁকে বিজেপিতে ফেরানো হবে।