খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ অগাস্ট, পাটনাঃ বিহারের আরারিয়া এলাকায় স্থানীয় এক সাংবাদিককে গুলি করে খুনের অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। নিহত সাংবাদিকের নাম বিমল যাদব। তিনি স্থানীয় একটি দৈনিক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।
অভিযোগ, শুক্রবার সকালে আড়ারিয়া জেলার রানীগঞ্জ বাজার এলাকায় তাঁর বাড়িতে হামলা চালায় চার জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। দরজা খুলতেই খুব কাছ থেকে সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান ওই সাংবাদিক।
ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে পথে নামেন বহু মানুষ। ময়নাতদন্তের জন্য বিমলের দেহ নিয়ে যাওয়া হয়েছে আরারিয়া হাসপাতালে। সেখানেও প্রচণ্ড উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে হাজির হন জেলার পুলিশ সুপার অশোক কুমার সিং সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এলাকার কোনও খবরকে কেন্দ্র করে কোনও মহলের স্বার্থে ঘা লাগার কারণেই এই হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। বিহারে এর আগেও একই কারণে সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে।
জানা গেছে, দুই বছর আগে বিমলের ছোট ভাই শশীভূষণ যাদব ওরফে গাব্বু যাদবকেও ঠিক একইভাবে হত্যা করেছিল দুষ্কৃতীরা। ওই ঘটনার মূল প্রত্যক্ষদর্শী ছিলেন বিমল। এই ঘটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকারের আমলে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে দাবি করেছে বিজেপি।