আসফাকুল্লাকে পুলিশি তলব! বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হলেন চিকিৎসক

29

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২০ জানুয়ারি, কলকাতা: ডাক্তারিতে উচ্চ শিক্ষিত দাবি করে প্র্যাকটিস করার অভিযোগে আরজি কর আন্দোলনের মুখ আসফাকুল্লা নাইয়াকে তলব করেছে পুলিশ। সোমবারই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু বিধাননগর কমিশনারেটে হাজিরার  আগেই তলবের বিরোধিতায় কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন আসফাকুল্লা নাইয়া।

এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আদালতে জুনিয়র চিকিৎসকের অভিযোগ, একেবারে বেআইনিভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তিনি ডাক্তারিতে উচ্চশিক্ষা করছেন। তাই ভুয়ো ডিগ্রির অভিযোগ অযৌক্তিক। আসফাকুল্লার আরও দাবি, তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধারায় থানাগুলিতে মামলা দায়ের হয়েছে। ৩০ জন পুলিশ বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। তাতে আতঙ্কিত পরিবার।

এসবের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হলেন আসফাকুল্লা।  প্রসঙ্গত, আসফাকুল্লার বিরুদ্ধে প্রথম অভিযোগ তুলেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। সিঙ্গুরে একটি স্বাস্থ্য় পরিষেবার আয়োজন করেছিল এক সংস্থা। সেই সংস্থার বিজ্ঞাপনে আসফাকুল্লা নিজেকে ‘এমএস’ বলে দাবি করেছেন। যা নিয়ম বহির্ভূত। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়।গত বুধবার আসফাকুল্লাকে শোকজ করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

পিজিটি হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আসফাকুল্লাকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে তাঁর কাকদ্বীপের বাড়িতে হানা দিয়েছিল বিধাননগর পুলিশ। এই পুলিশি হানা নিয়ে কার্যত ফুঁসে উঠেছিলেন আসফাকুল্লা সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, ‘যেহেতু আরজি কর আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, তাই পুলিশ-প্রশাসন আমাকে ভয় দেখাচ্ছে। বিধাননগর থানার পুলিশ এসে কিছু নথিপত্র নিয়ে গিয়েছে এবং একটা নোটিসও দিয়ে গিয়েছে। এর থেকে বেশি কিছু বলেনি।’ এরপর সোমবার সকালে আসফাকুল্লাকে ডেকে পাঠানো হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। তিনি আগে বলেছিলেন, পুলিশ ডাকলে যাবেন। কিন্তু আজ থানায় যাওয়ার আগেই উচ্চ আদালতের দ্বারস্থ হলেন তিনি।