খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২৪ জানুয়ারি, কলকাতা: আসফাকুল্লা নাইয়ার পর এ বার স্ক্যানারে কিঞ্জল নন্দ। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিজিটি কিঞ্জল সম্পর্কে নানা তথ্য জানতে চেয়ে কলেজের অধ্যক্ষের কাছে চিঠি পাঠাল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। যদিও চিঠির বিষয়ে সরাসরি এখনও কিছুই জানেন না বলে দাবি চিকিৎসক-অভিনেতার।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, “পিজিটি হিসাবে তাঁর আদৌ ৮০ শতাংশ উপস্থিতি আছে? কতদিন ছুটি নিয়েছেন? পিজিটি হিসাবে কত স্টাইপেন্ড পান? বিজ্ঞাপন, সিনেমায় অভিনয় করেন কিঞ্জল নন্দ। সেক্ষেত্রে এনওসি নিয়েছিলেন?” এই সংক্রান্ত প্রশ্নের তথ্য আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে জানাতে হবে।
যদিও এই চিঠির বিষয়ে কিছু জানা নেই বলেই দাবি করেন কিঞ্জল নন্দ। তিনি বলেন, “চিঠির ব্যাপারে এখনও কিছু জানি না। জানতে পারলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব।”আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদ জানিয়ে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দ। তাঁরই সঙ্গে ছিলেন আর এক তরুণ চিকিৎসক আসফাকুল্লা নাইয়া।
ইতিমধ্যেই আসফাকুল্লার বিরুদ্ধে চিঠি পাঠিয়েছে রাজ্য। এক ধাপ এগিয়ে তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। নোটিস পাঠিয়ে আসফাকুল্লাকে বিধাননগর পুলিশ কমিশনারেটে তলবও করা হয়। ধারাবাহিক এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আসফাকুল্লা। তাঁর বিরুদ্ধে পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। আসফাকুল্লা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, “মেডিক্যাল কাউন্সিলের কি কোনও কাজ নেই? এভাবে পিছনে লাগা ঠিক হচ্ছে না। কিঞ্জল নন্দকে চাপ দিয়ে কিছু হবে না।”