অনশন মঞ্চেই অজ্ঞান জুনিয়র ডাক্তার তনয়া, ভর্তি করা হল হাসপাতালে

28

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর, কলকাতা:  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আর এক অনশনকারী জুনিয়র ডাক্তার তনয়া পাঁজা। সোমবার সন্ধেয় অনশন মঞ্চেই জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আন্দোলকারী চিকিৎসককে।

আরজি করের ঘটনার প্রতিবাদ-সহ দশ দফা দাবিতে মিছিল, আন্দোলনের পাশাপাশি আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। গত ৫ অক্টোবর থেকে আমরণ অনশন শুরু করেছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার তনয়া।

তাঁর কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে দাবি করা হয়েছে, আজ দুপুর থেকেই তনয়া অসুস্থ বোধ করছিলেন। পেটে অসহ্য ব্যথা হচ্ছিল। অত্যধিক দুর্বল হয়ে পড়েন। তবে শেষমেশ পরিস্থিতি আরও জটিল হওয়ায় তাঁকে ভর্তি করতেই হয়েছে কলকাতা মেডিক্যালে।

সূত্রের খবর, অনশন মঞ্চের অদূরেই শৌচালয় ব্যবহার করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান তনয়া। তারপরই তাঁকে তাঁর সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যে ধর্মতলার অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন অনিকেত এবং অনুষ্টুপ মুখোপাধ্যায়। রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন আর এক অনশনকারী জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। তাঁরা তিন জনেই হাসপাতালে ভর্তি।