খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অক্টোবর, কলকাতা: আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বিচারের দীর্ঘসূত্রিতা-সহ ১০ দফা দাবি তুলে ফের পূর্ণ কর্মবিরতির পথে হাঁটলেন জুনিয়র ডাক্তারেরা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হয়ে গেল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। সোমবার সুপ্রিম শুনানির পর ফের জিনি বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা।
আট ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। চিকিৎসকদের তরফ থেকে মোট দশ দফা দাবি পেশ করা হয়েছে। দাবিগুলি হল— নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা, হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালগুলিতে শূন্যপদ পূরণ করা, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি, প্যানিক বোতামের ব্যবস্থা করা।
দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা। সোমবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর আরজি কর মামলার শুনানি হয় সুপ্রিমকোর্টে। জুনিয়র চিকিৎসকদের নজর ছিল সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার প্রশ্নে আদালতে রাজ্য কী রিপোর্ট পেশ করে সেদিকে।
নিরাপত্তা সুনিশ্চিত না হলে ফের ওই দিন বিকেল থেকেই রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু করার হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। এদিকে ফের কর্মবিরতি ঘোষণার ফলে সরকারি হাসপাতালে অসুবিধায় পড়তে পারেন সাধারণ মানুষ। পুজোর আগে সরকারের ওপর ফের নতুন করে চাপ বাড়ল।