আরও বিপাকে মানিক, আজই সিবিআইকে জেলে গিয়ে জেরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

90

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, কলকাতা: এবার আরও বিপাকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্য। প্রাক্তন পর্ষদ সভাপতিকে জেলে গিয়ে জেরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত সূত্রে খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মানিকের নাম জড়াতে পারে। সিবিআইকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, নতুন করে এফআইআর করে জেরা করতে হবে মানিক ভট্টাচার্যকে।

মঙ্গলবারেই প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, মানিক ছক কষেই দুর্নীতি করেছেন। এদিন দুপুরের পর সন্ধে ছ’টায় ফের এজলাস বসান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেখানে ছিলেন সিবিআই আধিকারিক কল্যাণ ভট্টাচার্য, ওয়াসিম আক্রম খান এবং ইনস্পেক্টর মলয় দাস। সেখানেই সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়ে রাত সাড়ে আটটা থেকে মানিক ভট্টাচার্যকে জেরা করতে পারবেন বলে জানিয়েছেন বিচারপতি।

মামলার বিষয়বস্তু তদন্তকারী আধিকারিকদের বুঝিয়েও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর আরও নির্দেশ, সিবিআই আধিকারিকদের সমস্ত রকম সহযোগিতা করতে হবে জেল সুপারকে। অসহযোগিতার অভিযোগ এলে আদালত কড়া পদক্ষেপ করবে।

মামলাকারীকে নির্দেশ দেওয়া হয়েছে, জেল সুপারকেও মামলায় যুক্ত করতে হবে। জানা গিয়েছে, এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জেরা পর্বের ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছেন। সিবিআই গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানানোরও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি।