খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪জুলাই, কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিচারপতি মান্থা। শুক্রবার অভিষেক সরাসরি অভিযোগ করেন, ‘‘বিচারপতি রাজাশেখর মান্থা সমাজবিরোধীদের রক্ষাকবচ (প্রোটেকশন) দিচ্ছেন।’’ অভিষেক এ-ও বলেন, যদি এই বক্তব্যের জন্য তাঁকে আদালত অবমাননার দায়ে জেলে যেতে হয়, তা হলে তিনি ১০ হাজার বার জেলে যেতেও রাজি! কিন্তু তিনি সত্য বলবেনই।
নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটে আক্রান্ত ও আহত তৃণমূল কর্মীদের দেখতে এদিন এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের অভিষেক বলেন, “যাদের জেলে থাকার কথা, তাদেরকে সুরক্ষা দিয়ে পুলিশের হাত, পা বেঁধে দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি যেভাবে একটা রাজনৈতিক দলকে মদত দিচ্ছেন, তা অত্যন্ত বেদনাদায়ক। স্বাধীনতার পর এমন ঘটনা ঘটেনি”।
বিচার ব্যবস্থার দিকে পক্ষপাতদুষ্টের অভিযোগ তুলে অভিষেক আরও বলেন, ‘আমি সুরক্ষা কবচ চাইলে দেবে না। বিজেপি নেতারা চাইলেই দিচ্ছে কেন?’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেওয়ার প্রশ্নে এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।