‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না’, জানিয়ে দিলেন জাস্টিন ট্রুডো!

21

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ জানুয়ারি, নয়াদিল্লি: কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে আগেই ইস্তফা দিয়েছেন। এবার জানা গেল কানাডার পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করছেন না জাস্টিন ট্রুডো। এমনকি রাজনীতিও ছেড়ে দিতে পারেন। এ বছরের অক্টোবরে কানাডায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই অবস্থায় বুধবার নিজের সিদ্ধান্তের কথা জানান ট্রুডো। বলেন, “আসন্ন নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। আমি একক ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

রাজনীতি থেকে অবসরের বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও ট্রুডো জানান, রাজনীতি ছাড়ার পরে তিনি কী করবেন, সে বিষয়ে ভাবার বেশি সময় পাননি। তিনি বলেন, “সত্যি বলতে এর পরে আমি কী করব, তা ভাবার জন্য খুব একটা সময় এত দিন পাইনি। কানাডাবাসী যে কারণে আমাকে নির্বাচিত করেছিলেন, সেই কাজটাই এত দিন আমি মন দিয়ে করে গিয়েছি।”

২০১৫ সাল থেকে কানাডার প্রধানমন্ত্রী ছিলেন ট্রুডো। তবে ইস্তফা দিলেও প্রদানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন ট্রুডো। আসলে কানাডার আইনসভার রীতি অনুসারে, এই পরিস্থিতে ক্ষমতাসীন দল পরবর্তী নেতা নির্বাচনের জন্য আগামী ৯০ দিন সময় পাবে। আগামী ২৪ মার্চের মধ্যে তাঁর উত্তরসূরি নির্বাচন করবে দল। এই ক’দিন স্থগিত থাকবে সংসদের অধিবেশন।

কানাডিয়ানরা বিশ্বাস করেন যে ট্রুডো সরকার অভিবাসন, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান এবং আবাসন সহ বিভিন্ন বিষয়ে ব্যর্থ হয়েছে। ফলে তাঁর সরে যাওয়াটাই প্রয়োজন। সমীক্ষায় প্রকাশ, ২০২৫ সালের অক্টোবরের নির্বাচনে পিয়েরে পোইলিভর এবং কনজারভেটিভ পার্টি ট্রুডোর লিবারাল দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে।