খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ অগাস্ট: বিমানবন্দরে নামার আগেই বিপত্তি। মালয়েশিয়ায় রাস্তার উপর ভেঙে পড়ল একটি বিমান। বৃহস্পতিবার মালয়েশিয়ার সেলাঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এদের মধ্যে ওই বিমানে ছিলেন আটজন। বাকি দুজন ছিলেন রাস্তায়।
জানা গিয়েছে যে বিমানটি ভেঙে পড়ে সেটি একটি ব্যক্তিগত বিমান। বিমানে থাকা আটজনই মারা গিয়েছেন। বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে নামার চেষ্টা করছিল। তার আগেই সেটি রাস্তায় ভেঙে পড়ে। দুর্ঘটনার কবলে পড়ার আগে ওই বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়।
মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থার চিফ এক্সিকিউটিভ নরাজমান মাহমুদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই বিমানটি ২টা ৪৭ মিনিট নাগাদ যোগাযোগ করে সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সেটিকে ২টা ৪৮ মিনিটে নামার জন্য ক্লিয়ারেন্স দেওয়া হয়।
তারপরেই ওই বিমানের সঙ্গে টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরেই দেখা যায় ওই বিমান ভেঙে পড়েছে এবং সেটি থেকে ধোঁয়া বার হচ্ছে। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কেন এই বিমানটি ভেঙে পড়েছে তা জানতে তদন্ত করা হবে।