১৪ মাস পর মুক্তি, জেল থেকে ছাড়া পেলেন জ্যোতিপ্রিয়

101

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৫ জানুয়ারি, কলকাতা: অবশেষে ১৪ মাস পর জেলমুক্ত হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার রেশন দুর্নীতি মামলায় তাঁকে জামিন দিয়েছে বিশেষ ইডি আদালত। আদালত জামিন দেওয়ার পরেই প্রেসিডেন্সি জেলে ভিড় জমিয়েছিলেন বালুর অনুগামীরা। পৌঁছে গিয়েছিলেন বালুর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক।

এর পর বিকেল সাড়ে ৫টা নাগাদ এরপর আইনি প্রক্রিয়া মিটিয়ে প্রেসিডেন্সি জেলের বাইরে এলেন বালু। পরনে ছিল সবুজ পাঞ্জাবি, সাদা পাজামা ও মাথায় কালো টুপি।  বেরোনোর পর অবশ্য জেলের বাইরে বেশি ক্ষণ দাঁড়াননি তিনি। জেল থেকে বেরিয়েই গাড়িতে উঠে চলে গিয়েছেন মেয়ের সঙ্গে। রেশন মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা। একা জ্যোতিপ্রিয়ই ছিলেন জেলে।

আদালতে বালুর আইনজীবী বাকিবুর-শঙ্করের জামিনকে হাতিয়ার করে তাঁর মক্কেলের মুক্তির পক্ষে সওয়াল করেছেন। বলেছেন, জ্যোতিপ্রিয় অসুস্থ। জেলের বাইরে চিকিৎসার প্রয়োজন। উলটোদিকে জামিন আটকাতে মরিয়া ইডির দাবি ছিল, জ্যোতিপ্রিয় দুর্নীতির গঙ্গাসাগর। কিং মেকার। তিনি জেলের বাইরে বেরলে তদন্তকে প্রভাবিত করতে পারেন। কিন্তু এদিন বিচারকের সামনে ইডির এই যুক্তি ধোপে টেকেনি। বিচারকের পর্যবেক্ষণ, তদন্ত প্রক্রিয়া চলছে। কিন্তু তার জন্য় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে হেফাজতে রাখার প্রয়োজন নেই।

এখনই মামলার ট্রায়াল শুরুর সম্ভাবনাও নেই। তাই জ্যোতিপ্রিয়কে জামিন দিতে সমস্যা নেই। তবে এদিন বেশ কিছু শর্তে বালুর জামিন মঞ্জুর করে আদালত। এগুলি হল – তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা, বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকা, সাক্ষীদের প্রভাবিত না করা। পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া  রাজ্যের বাইরে যেতে পারবেন না।