বাঁকুড়া, ২ ডিসেম্বরঃ যে জ্যোতিপ্রিয় মল্লিক হাজার হাজার মানুষের চাল চুরি করেছে, সেই জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে বসে চুরির চালে ভাত খাওয়াতে বাধ্য করেছি।” বাঁকুড়ার শালতোড়ায় এবং গঙ্গাজলঘাটির সভায় এসে এমনি মন্তব্য করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি মুখার্জি।
জানা গেছে, আজ শালতোড়ায় ডি ওয়াই এফ আই এর তরফে ইনসাফ যাত্রা করে মিছিল করা হলো। এই মিছিল শালতোড়ার হাসপাতাল রোড থেকে শুরু হয়ে শালতোড়া ব্লক রোড হয়ে পৌঁছায় বঙ্গমহল ক্লাব প্রাঙ্গণ ময়দানে, সেখানে সভার আয়োজন করা হয় ডিওয়াইএফআই। তারপর পুরুলিয়া জেলা থেকে ছাতনা ব্লকের কমলপুরে গত পহেলা ডিসেম্বর শুক্রবার সন্ধ্যে ছটার সময় পৌঁছে যান কমরেড মীনাক্ষী মুখার্জি। এদিন বাঁকুড়া জেলায় ইনসাব যাত্রার দ্বিতীয় দিনে সালতোড়ারার সভা থেকে হুঁশিয়ারি দিলেন বাম নেত্রী মীনাক্ষ মুখার্জি।
তিনি বলেন, শ্রমজীবী মানুষের দিন শুরু, তোলাবাজদের দিন শেষ। শালতোড়ায় হাজার হাজার মানুষ যুক্ত পাথর শিল্পের সাথে, এই পাথর শিল্পকে কেন্দ্র করে অনেক মানুষেরই দুবেলা দু’মুঠো ভাত জোগাড় হয়। আর দীর্ঘদিন প্রশাসনিক গ্যাঁড়াকলে বন্ধ হয়ে রয়েছে এই পাথর খাদান গুলো।
এদিন মিনাক্ষীর গলায় পাথর খাদানের সম্বন্ধেও কথা শোনা গেল৷ তিনি বলেন, যেখানে দেওচা পাঁচালী তে পাথর তোলার জন্য এত ব্যবস্থাপনা গ্রহণ করছে সরকার সেই জায়গায় দাঁড়িয়ে শালতোড়ার পাথর খাদান গুলির ব্যাপারে কোন চিন্তা ভাবনাই করছে না সরকার সবগুলি বন্ধ করে রাখা হয়েছে। এত এত মানুষ কর্মহীন অবস্থায় পড়ে রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটিতে একটি সভার আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে মিলাচ্ছি বলে যে জ্যোতিপ্রিয় মল্লিক হাজার হাজার মানুষের চাল চুরি করেছে আজ জেলে বসে তাকে সেই চুরি চালের ভাত খাওয়াতে বাধ্য করেছি।
লোকসভা ভোটের পূর্বে সিপিআইএমের যুব সংগঠন ডিওআইএফআইয়ের ইনসাফ যাত্রা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ।