খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন, বসিরহাটঃ ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা কাইজার আহমেদকে এবার পঞ্চায়েত নির্বাচনের টিকিট দিল না দল। ভাঙড় ১ ও ২ নম্বর ব্লকের বেশিরভাগ পঞ্চায়েত সমিতি ও গ্রাম সংসদের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিংহভাগ আসনই জিতে গিয়েছে তারা। কাইজার টিকিট না পাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে দলের অন্দরে। যদিও তাঁর স্ত্রী প্রার্থী হয়েছেন। এবার পঞ্চায়েত নির্বাচনে শুধু কাইজার নন ভাঙড় ১,২ নম্বর ব্লকের বহু বর্ষীয়ান দাপুটে নেতারা দলের টিকিট না পেয়ে হতাশ। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ আগে ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ পদে ছিলেন। তাঁর স্ত্রী নাসরিন পারভিন ছিলেন জেলা পরিষদের সদস্য। এবারও কাইজার পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু দল তাঁকে দলীয় প্রতীক না দেওয়ায় এবং দলের চাপে শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নেন। অন্যদিকে তাঁর স্ত্রী নাসরিন পারভিনকে জেলা পরিষদ থেকে সরিয়ে নিয়ে এসে জাগুলগাছি পঞ্চায়েতের একটি আসনে প্রার্থী করা হয়। কাইজার দলের টিকিট না পাওয়ায় হতাশ তাঁর অনুগামীরা।
তৃণমূল সূত্রের খবর, কাইজার আহমেদের বিভিন্ন কাজকর্মে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। গত বিধানসভা নির্বাচনের আগে দলের ব্লক যুব সভাপতি বাদল মোল্লার উপর হামলা, বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল। সেই সমস্ত কারণেই এবার তাঁকে টিকিট দেয়নি দল।