খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন: ভয়াবহ পথ দুর্ঘটনায় পা হারালেন কন্নড় অভিনেতা সূরজ কুমার। তিনি ‘ধ্রুওয়ান’ নামেও পরিচিত। জানা গিয়েছে, কর্ণাটকের বেগুরের কাছে মাইসুরু-গুন্ডলুপার হাইওয়েতে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সূরজ যে বাইকে ছিলেন, সেটি মাইসুরু থেকে উটির দিকে যাচ্ছিল। শনিবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
বাইকটি একটি ট্র্যাক্টরকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিতে ধাক্কা মারে। পিষে যায় সূরজের ডান পা। দ্রুত মাইসুরুর মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা জানাচ্ছেন সুরজ তাঁর ডান পায়ে একটি বড়সড় আঘাত পেয়েছেন। অভিনেতার জীবন বাঁচাতেই তাঁর ডান পায়ের হাঁটুর নীচের অংশ কেটে ফেলতে হয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ২৪ বছরের অভিনেতার কেরিয়ারের শুরুতেই এমন ঘটনা ঘটনায় স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছেন অভিনেতার অনুরাগীরা।