করমন্ডল এক্সপ্রেস দু্ঘটনায় মৃত শীতকুচির হরিনাথ বর্মন

0
60

খবরিয়া ২৪ নিউজ ডেস্কঃ   করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়া শীতলখুচি ব্লকের পশ্চিম গোঁসাইয়ের হাটের বাসিন্দা হরিনাথ বর্মন আর আমাদের মধ্যে নেই । তাঁর পরিবার দেহ শনাক্ত করেছে ও তাঁর মরদেহ নিয়ে বালেশ্বর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। প্রসঙ্গত উল্লেখ্য গত ৩রা জুন ওড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এখনো পর্যন্ত সুত্র মারফৎ জানা গেছে কোচবিহার থেকে ৭ জন যাত্রী ছিলো। তার মধ্যে ছিলো শীতলকুচির হরিনাথ বর্মন। কিন্তু দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলো হরিনাথ। পরিবার সহ সবাই পথ চেয়ে বসেছিলো যে উনি ফিরে আসবেন সশরীরে। কিন্তু না হরিনাথ আর নেই। ফিরবে তার নিথর দেহ।তার  চিরশান্তি কামনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র পার্থ প্রতিম রায়। আজ হরিনাথ বর্মন সহ বালাসরের ট্রেন দুর্ঘটনায় নিহত দের আত্মার শান্তি কামনাএবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মাথাভাঙ্গা এক নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কল্যাণী রায় এর উদ্যোগে মোমবাতি জ্বালানো হয়। নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন শান্তি কামনা ও নীরবতা পালন করা হয়। সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। কল্যাণী রায় বলেন, ভেবেছিলাম হরিনাথ ফিরে আসবে , কিন্তু শেষমেষ হরিনাথ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে মারা গেল। সত্যিই ভাগ্যের কি পরিহাস । দুর্ভাগ্যের বিষয়, হরিনাথ আর বেঁচে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here