করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার জেরে দেখে নিন কত ট্রেন বাতিল করা হল ?

237

খবরিয়া ২৪ নিউজ ডেস্কঃকাল রাতে ওড়িষ্যার বালেশ্বরের কাছে দুর্ঘটনারকবলে পড়েছে হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এর জেরেহাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে বলে সুত্রমারফত জানা গিয়েছে। ওড়িশাগামী ট্রেনও চালানো যাচ্ছে না। 

প্রাপ্ত খবর অনুযায়ী , কাল দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশনথেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরেরখড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটিপৌঁছায় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে২৩ কামরার ট্রেনটি। 

শুক্রবার সন্ধ্যা নামার ঠিক আগে বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরেরবাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলএক্সপ্রেসের। প্রায় ১৮ টি বগি উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশিছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়।সুত্রমারফত খবর অনুযায়ী ২০০ জনের বেশি মারা গেছে। আহত তিনশতাধিক।

ভয়াবহ দুর্ঘটনার দেরে বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য

  1. আপ জগন্নাথ এক্সপ্রেস
  2. আপ পুরী এক্সপ্রেস,
  3. চেন্নাই মেল।
  4. শিয়ালদহপুরী দুরন্ত এক্সপ্রেস
  5. এছাড়াও হাওড়াপুরী সুপারফাস্ট,
  6. হাওড়াএসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস,
  7. শালিমারপুরী সুপারফাস্ট এক্সপ্রেস,
  8. শালিমারসম্বলপুর এক্সপ্রেস,
  9. সাঁতরাগাছিপুরী এক্সপ্রেস।
  10. আরো বহু ট্রেন

এই ট্রেন দুর্ঘটনার জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারত যাওয়ার সমস্ত ট্রেন বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ওড়িশাগামী ট্রেনওবাতিল করা হয়েছে। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা রয়েছে।

শনিবার অর্থাৎ জুনও বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন।

সেগুলির মধ্য অন্যতম

  1. ২২৮৯৫ হাওড়াপুরী বন্দে ভারত এক্সপ্রেস,
  2. ১২৭০৩ হাওড়াসেকন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস,
  3. ১২২৪৫ হাওড়াবেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস,
  4. ২০৮৮৯ হাওড়াতিরুপতি হমসফর এক্সপ্রেস।
  5. এছাড়াও খড়্গপুর থেকেও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। সেগুলি হল, ১৮০২১ খড়্গপুরখুরদা রোড এক্সপ্রেস, ০৮০৬৩ খড়্গপুরভদ্রক মেমু স্পেশাল।
  6. শালিমার স্টেশন থেকে ১২৮২১ শালিমারপুরী ধৌলি এক্সপ্রেস, ১৮০৪৫ শালিমারহায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেসবাতিল করা হয়েছে।

ওড়িষ্যা রাজ্য সরকার  কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে চলছে উদ্ধারের কাজ।

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে মৃতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনীবৈষ্ণব। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহতদের জন্য লাখ টাকা এবং অল্প চোটআঘাতপ্রাপ্তদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

পশেচিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘটনায় প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য। পর্যাপ্ত পরিমাণ অ্যাম্বুলেন্স সহ একাধিক সাহায্যের কথাজানালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন মুখ্যসচিব জানান, “মানস ভুঁইয়া, দোলা সেন এবং আরও কয়েকজন আধিকারিকইতিমধ্যেই বালাসোরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে অ্যাম্বুল্যান্স রওনা হয়েছে। ওই এলাকার যাবতীয়মেডিক্যাল কলেজ এবং হাসপাতালকে অ্যালার্ট করা হয়েছে। পাশাপাশি এরাজ্যের মেডিক্যাল কলেজকেও প্রস্তুত থাকতে বলাহয়েছে।স্বাস্থ্য ক্ষেত্র, উদ্ধারকাজে আর যা যা সাহায্য লাগবে তা করা হবে বলে ওড়িশা সরকারকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গসরকারের তরফে।