আক্রান্তের সংখ্যা ২৪ হাজার পার, ডেঙ্গিকে মহামারি ঘোষণা কর্ণাটক সরকারের

0
53

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর, নয়াদিল্লি: আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলায় ডেঙ্গিকে মহামারি বলে ঘোষণা করল কর্ণাটক সরকার।মঙ্গলবার এক বিবৃতিতে কর্নাটক সরকার ডেঙ্গিকে মহামারি ঘোষণা করেছে।  কর্নাটক মহামারি আইন, ২০২০ আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি হিসাবে চলতি বছরে কর্নাটকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০০ ছাপিয়ে গিয়েছে। যা গত বছরে কর্নাটকে মোট ডেঙ্গি আক্রান্তের তুলনায় প্রায় পাঁচ হাজার বেশি। তবে এখনই ডেঙ্গি আক্রন্ত হয়ে মৃতের সংখ্যা উদ্বেগের পর্যায় পৌঁছায়নি। তার পরেও বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ কর্নাটকের কংগ্রেস সরকার। সেই কারণেই মঙ্গলবার এক বিবৃতি দিয়ে ডেঙ্গুকে মহামারি বলে ঘোষণা করা হয়েছে।

এইসঙ্গে নাগরিক সচেতনতায় লম্বা নির্দেশিকা জারি হয়েছে। সসরকারি বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, মশা কোথাও বংশ বিস্তার করছে কিনা সেই বিষয়ে প্রশাসনের পাশাপাশি নজর রাখতে হবে নাগরিকদেরও। জমা জল রাখা যাবে না কোনও পাত্রে বা অন্য কোথাও। যেহেতু সেখানে মশা ডিম পাড়ে।

আরও বলা হয়েছে, নির্দেশিকা না মানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। বসতবাড়িগুলির ক্ষেত্রে শহরাঞ্চলে জরিমানার অঙ্ক ৪০০ টাকা এবং গ্রামীণ এলাকায় জরিমানা হবে ২০০ টাকা করে। বাণিজ্যিক ভবনগুলির ক্ষেত্রে শহরাঞ্চলে জরিমানা হবে ১০০০ টাকা এবং গ্রামাঞ্চলে ৫০০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here