সিতাই উপনির্বাচনে মনোনয়ন পত্র তুললেন ৮ দলীয় জোট গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কাশিকান্ত বর্মণ

116

দিনহাটা, ২৩ অক্টোবরঃ সিতাই বিধানসভার উপনির্বাচনের মনোনয়ন পত্র তুললেন ৮ দলীয় গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টি। এদিন দিনহাটা মহকুমা শাসকের অফিসে এসে মনোনয়ন পত্র তোলেন ৮ দলীয় গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কাশিকান্ত বর্মণ। এদিন ওই সংগঠনের নেতৃত্বরা দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র তোলেন তারা। এদিন দিনহাটা মহকুমা শাসকের অফিস চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

জানা গেছে, সিতাই বিধানসভার উপনির্বাচনে শাসক দল থেকে শুরু করে বিরোধী সব দল তাদের প্রার্থী ঘোষণা করেন। গত ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার দিন। এই দিনের মধ্যে সমস্ত দলের প্রার্থীকে মনোনয়ন পত্র জমা দিতে হবে। সেই অনুযায়ী ৩দিনে কেটে গেলেও বিজেপি, তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস মনোনয়ন পত্র তোলা বা জমা না দিলেও ৮ দলীয় জোট গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কাশিকান্ত বর্মন মনোনয়ন পত্র তোলেন।

এদিন এবিষয়ে মনোনয়ন পত্র তোলার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাশিকান্ত বর্মন জানান, আমরা ৮টি দলের জোট নিয়ে সিতাই বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী আজ আমি নমিনেশন বা মনোনয়ন পত্র তুললাম। আমরা বাকি দল গুলোর সাথে রাজনৈতিক ভাবে লড়াই করবো বলে জানান তিনি।