খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ সেপ্টেম্বর, কলকাতা: আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রবিবার সন্ধেয় প্রতিবাদ মিছিলে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। অভিযোগ সেই মিছিল থেকে স্লোগান উঠেছে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’। যাদবপুরে প্রতিবাদ মিছিলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে, আন্দোলনকারীদের কন্ঠে কাশ্মীর মাঙ্গে আজাদি শ্লোগান। রবিবার সন্ধেয় পাড়ায় পাড়ায় মশাল মিছিলের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা। কলকাতার মোট সাত জায়গায় হয় এই মিছিল। যেগুলি হল, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, সাগরদত্ত, আর জি কর এবং যাদবপুরের কেপিসি।
যাদবপুরের এই মিছিলের ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে, কেউ মোমবাতি তো কেউ হাতে মশাল নিয়ে মিছিল করছেন। অভিযোগ, এই মিছিল থেকেই স্লোগান ওঠে ‘কলকাতা মাঙ্গে আজাদি’, ‘আর জি কর মাঙ্গে আজাদি’ ‘কাশ্মীর মাঙ্গে আজাদি।’ প্রশ্ন উঠছে, তিলোত্তমার বিচার চেয়ে মিছিলে কেন এই ধরনের স্লোগান? আর তা নিয়েই তোপ দেগেছেন তৃণমূল।
কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আর জি করে ন্যায়বিচারের আন্দোলনে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান! যাদবপুরে এরা কারা? এদের উদ্দেশ্য কী? জুনিয়র ডাক্তাররা কি ‘আজাদ কাশ্মীরের’ বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না? তিলোত্তমা ন্যায়বিচার পাক। আমরা সবাই চাই। কিন্তু লাল মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক।’
এদিকে আসল ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে এই ধরনের চেষ্টা চলছে বলে পাল্টা দাবি তুলেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “প্রথম থেকেই বলছি, এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। সেটা অতি বামেরা করছে। উদ্দেশ্য একটাই। আর সেটা করছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই। তাঁরা জানেন, এই স্লোগানগুলো উঠলে, সাধারণ মানুষ পিছিয়ে আসবেন। কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চান না। ভারতবর্ষকে নিয়ে সাধারণ মানুষ খুশিই রয়েছেন।”