খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই, কলকাতাঃ আর্থিক প্রতারণা মামলায় ব্যবসায়ী কৌস্তভ রায়কে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ব্যবসায়ী কৌস্তভ একটি টিভি চ্যানেলের কর্তা। এছাড়াও দীর্ঘ দিন ধরেই তৃণমূলের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। যদিও তিনি তৃণমূলের আনুষ্ঠানিক সদস্য নন বলেই খবর।
প্রসঙ্গত, কৌস্তভের বিরুদ্ধে এর আগে একাধিকবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর অফিস এবং বাড়িতে কয়েক মাস আগেই হানা দিয়েছিল আয়কর দপ্তর। তল্লাশিতে কৌস্তভের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল বলে সূত্রের খবর। সোমবার ফের ইডি তলব করেছিল কৌস্তভকে। কিন্তু কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে তিনি জানান, সকালে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। বিকেলে ইডির সঙ্গে দেখা করার সময় হবে।
এরপর ইডি তাঁকে বিকেল ৪টেয় হাজিরা দিতে বলেছিল। সোমবার বিকেলেই ইডি দপ্তরে যান কৌস্তভ। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তথ্যে অসংগতি পেয়ে রাত ১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ইডি সূত্রে খবর। কৌস্তভের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।