প্রেমিককে বিষ খাইয়ে খুন! কেরলের তরুণীর মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত

111

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২০ জানুয়ারি, তিরুঅনন্তপুরম: ২০২২ সালে প্রেমিককে বিষ খাইয়ে খুন করার অভিযোগ ওঠে তাঁর প্রেমিকার বিরুদ্ধে। সেই মামলায় দোষী প্রেমিকাকে সোমবার মৃত্যুদণ্ডের শাস্তি শোনাল তিরুঅনন্তপুরমের এক আদালত। সাজা ঘোষণার সময় বিচারক মন্তব্য করেন—ভালোবাসার মানুষকে ঠকনো এবং খুন সমাজের জন্য় অত্যন্ত খারাপ বার্তা। বিরল ঘটনার কারণেই সর্বোচ্চ শাস্তি।

দোষী গ্রীষ্মা কন্যাকুমারীর বাসিন্দা। ২০২১ সালে তিরুঅনন্তপুরমের পরসালার বাসিন্দা শ্যারন রাজের সঙ্গে সম্পর্কে জড়ান গ্রীষ্মা। কিন্তু ২০২২ সালে সামরিক অফিসারের সঙ্গে তরুণীর বিয়ে ঠিক করে তাঁর পরিবার। বিয়েতে রাজিও হয়ে গিয়েছিলেন গ্রীষ্মা। কিন্তু কী ভাবে সম্পর্ক ভেঙে বেরোবেন বুঝতে পারছিলেন না। এর পরেই প্রেমিককে খুনের পরিকল্পনা করেন তিনি।

তিনি গুগল সার্চ করে খুনের পরিকল্পনা করেন প্রেমিককে। শুরুতে একটু একটু করে শ্যারনকে ওষুধ মেশানো পানীয় খাওয়ানো শুরু করেন গ্রীষ্মা। তাতে ফল না হওয়ায় ২০২২-এর অক্টোবরে বাড়িতে ডেকে কীটনাশক মেশানো পানীয় খাওয়ান তিনি। সেই রাতেই অসুস্থ হন শ্যারন। হাসপাতালে ভর্তি করানো হলেও তাঁকে বাঁচান যায়নি। এই ঘটনায় গ্রীষ্মাকে গ্রেফতার করে পুলিশ।

পাশাপাশি, গ্রীষ্মার কাকা এবং মামাকে খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রীষ্মার কাকা নির্মলাকুমার নায়ারের ৩ বছর কারাবাসের সাজা হয়েছে। বছর ২৪ এর গ্রীষ্মা হলেন কেরলের মৃত্যুদণ্ড প্রাপ্ত সর্বকনিষ্ঠ আসামি। গ্রিষ্মার পক্ষ থেকে তার অ্যাকাডেমিক সাফল্য, অতীতের অপরাধমূলক কর্মকাণ্ড না থাকা, বয়স এবং বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ার বিষয়টি উল্লেখ করে সাজা কমানোর আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারক সাফ জানান, দোষীর বয়স বিবেচনা করে অপরাধকে ছোট করে দেখার সুযোগ নেই।