খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৬ জানুয়ারি, মুম্বই: মধ্যরাতে অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তবে যে ব্যক্তি সইফকে ছুরিবিদ্ধ করেন, তিনিই ধরা পড়েছেন কি না, তা স্পষ্ট নয়।
জানা গিয়েছে, আটক হওয়া তিন জনই অভিনেতার বাড়িতে কাজ করেন। প্রসঙ্গত, বুধবার রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিক ভাবে জানায় পুলিশ। ওই দুষ্কৃতী সইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানে ছুরিকাহত সইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
হাসপাতাল সূত্রে খবর, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। সইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ও। সইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গিয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ।
হাসপাতাল সূত্রের খবর, ৬ বার তাঁর ওপর হামলা করা হয় ছুরি দিয়ে। তার মধ্যে দুটি আঘাত অত্যন্ত গুরুতর। গলায়, হাতে এবং পিঠে গুরুতর চোট লেগেছে। গলায় ছুরির আঘাতে ১০ সেন্টিমিটারের গভীর ক্ষত হয়েছে। পাঁজরের হাড়ে চোট লেগেছে। মেরুদণ্ডের পাশেও আঘাত গুরুতর। চিকিৎসকদের অনুমান, ছুরির আঘাত যদি মেরুদণ্ডের ওপর পড়ত তাহলে বড় বিপদ হতে পারত অভিনেতার। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।”