নিয়োগ দুর্নীতিতে ইডি’র পর সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ, ছাড়া পাচ্ছেন জেল থেকে

27

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ নভেম্বর, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ এবার জেলমুক্তির পথে। ইডির পর এবার সিবিআই মামলাতেও জামিন পেলেন তিনি।  শুক্রবার কুন্তলকে জামিন দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। তবে জামিন পেলেও কুন্তলকে একাধিক শর্ত মানতে হবে। তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে।

নিম্ন আদালত ও তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না তিনি। তদন্ত প্রক্রিয়াকে কোনওভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন, এমন প্রমাণ পেলেই জামিন খারিজ হয়ে যাবে। এজেন্সি ও আদালতে মোবাইল নম্বর জমা রাখতে হবে। যে কোনও সময় তদন্তকারী আধিকারিকরা তাঁকে তলব করতে পারেন। এই মামলা সংক্রান্ত কোনও বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খোলা যাবে না।

এমনকী তিনি কোনও সরকারি পদেও থাকতে পারবেন না। তবে কুন্তলের রাজনৈতিক পদে থাকা নিয়ে কোনও নির্দেশিকা শীর্ষ আদালত দেয়নি। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই ২০২৩ সালের জানুয়ারি মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। পরে ২০ ফেব্রুয়ারি তাঁকে সিবিআইও গ্রেপ্তার করে। তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যও পায় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে বারবার আদালতে জামিনের আর্জি জানান কুন্তল। সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন তিনি। গত ২০ নভেম্বর তিনি ইডির মামলায় জামিন পান কলকাতা হাই কোর্টে। শুক্রবার শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়া কুন্তলকে সিবিআইয়ের মামলাতেও জামিন দিল।ইডির মামলায় প্রাক্তন তৃণমূল নেতা আগেই জামিন পেয়েছেন। ফলে তাঁর জেলমুক্তিতে আর কোনও বাধা নেই। ইতিমধ্যেই জামিন পেয়েছেন অনেকে। প্রথমে মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা জামিন পান। আর সম্প্রতি জামিন পেয়ে বাড়ি ফিরেছেন অর্পিতা মুখোপাধ্যায়।