শীতলকুচিতে চাকরির দাবিতে ৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল জমিদাতারা

253

শীতলকুচি, ২০ জানুয়ারিঃ চাকরির দাবিতে এবার ৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিল জমিদাতারা। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের ছোটশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেটলা নেপড়া গ্রামে ২৭৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বৈঠক করেন সমস্ত জমিদাতারা। তারপরে একের পর এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন তারা। ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তাদের দাবি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জমি দিয়েছিলাম আমরা। সেই সময় আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জমি দিলে পরিবারের একজনকে সহায়িকার কাজ দেবে। কিন্তু জমি দেওয়ার পর নানা ভাবে টালবাহানা করে যাচ্ছে। তারপর বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা হয়। সেই মামলা চলাকালীনি তারা একটি পরীক্ষা হয়। সেই পরীক্ষার ফলাফল বের হয়। তারপর নিয়োগ শুরু হলে হাইকোর্ট নিয়োগ স্থগিত করে দেয়। তারপর থেকে দিনের পর দিন এভাবে ছুটে বেড়িয়েছি কোন সুরাহা হয় নি। তাই আমরা বাধ্য হয়ে সকলে মিলে আলোচনা করে ৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে বন্ধ করে দিলাম। যতদিন এই সমস্যার সমাধান হবে না ততদিন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে।

এবিষয়ে ছোটশালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার সামসুল হক নামে এক জমিদাতা জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জমি নেওয়ার সময় আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে জমি দিলে পরিবারে সহায়িকার কাজ দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ হয়নি। সেই কারনে এই এলাকার জমিদাতাদের নিয়ে বৈঠক করে আমরা ৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ঝুলিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমাদের পার্মানেন্ট কাজ হবে না বা নিয়োগ হবে না ততক্ষণ আমরা এই তালা খুলব না। প্রয়োজনে তারা আমাদের জমি ছেড়ে দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহন করুক, তাতে আমাদের কোন আপত্তি নেই বলে জানান তিনি।

এবিষয়ে শীতলকুচি সিডিপিও প্রীতম ব্যানার্জী বলেন, বিষয়টি নজরে রয়েছে। কতগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দেওয়া হয়েছে সেগুলি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কোনভাবেই এই পরিষেবা বন্ধ করা যাবে না।