খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ অগাস্ট, শ্রীনগরঃ ফের উত্তপ্ত ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় রবিবার রাত থেকেই শুরু হয়েছিল নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। রাতভর সেই লড়াই শেষে সোমবার ভোরে খতম হল দুই জঙ্গি। সেনার তরফে সোমবার এই খবর জানানো হয়েছে।
রবিবারই কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে জানানো হয়, পুলওয়ামা জেলার ল্যারো-পারিগাম এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। গোপন সূত্রে আগেই খবর মিলেছিল, পুলওয়ামার পারিগাম গ্রামে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। তাদের ধরতেই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ।
জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলেও, তারা তা শোনেনি। উল্টে নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালায় জঙ্গিরা। এরপরই এনকাউন্টার শুরু হয়। এ দিন সকালে সেনার তরফে জানানো হয়, রবিবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টারে দুইজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। এদের মধ্যে একজন লস্করের শীর্ষ স্থানীয় কম্যান্ডার। তবে তাদের দেহ এখনও উদ্ধার করা যায়নি, ফলে পরিচয়ও জানা যায়নি। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলছে। প্রসঙ্গত, গত দু’সপ্তাহ আগে কাশ্মীরের রাজৌরি জেলায় এক জঙ্গিকে গুলি করে মারে নিরাপত্তাবাহিনী। রাজৌরির একদিন আগে কুলগামে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছিলেন ভারতীয় সেনার তিন জওয়ান।