আলিপুরদুয়ার, ২ জুনঃ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান একাধিক পরিবারের। প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার সফরের রেশ না কাটতেই জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির ভাঙ্গন অব্যাহত বলে দাবী তৃণমূলের। সোমবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি ঘোড়ামারায় তৃণমূলের দলীয় কার্যালয়ে খোয়ারডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ১৭টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক-এর হাত ধরে।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন আই-এন-টি-টি_ইউ-সি জেলা সভাপতি বিনোদ মিঞ্জ কুমারগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি ধীরেশ রায় খোয়ারডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের অঞ্চল সভাপতি সূদয় নার্জিনারী পঞ্চায়েত সদস্য তপন সরকার সহ অনান্য নেতৃত্বরা।
তৃণমূলের জেলা সভাপতি বলেন,ভারতীয় জনতা পার্টি যে নোংরা রাজনীতি করে তাঁর বিরুদ্ধে এই জয়নিং কর্মসূচী। আমরা ভোটের দিকে অনেকটা এগিয়ে রয়েছি খোয়ারডাঙ্গা এলাকায়।