খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, শিলিগুড়ি: ১৮তম মাসিক অধিবেশনের আলোচনা চলাকালীনই ওয়াক আউট করল বিজেপি। একই পথ অনুসরণ করল বামেরাও। অভিযোগ, স্থানীয় ইস্যু বাদ দিয়ে একতরফা ভাবে মণিপুর নিয়ে প্রস্তাব পাশ করিয়েছে শাসকেরা। ঘটনায় বামেদের অভিযোগ, চেয়ারম্যান অসাংবিধানিকভাবে পুরসভা চালাচ্ছেন।
শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের মাসিক অধিবেশনের মাঝপথে পরিস্হিতি উত্তপ্ত হতে শুরু করে। অভিযোগ ওঠে, শহর শিলিগুড়ির বিধান রোড এলাকাস্থিত অবৈধ বিল্ডিং নিয়ে প্রস্তাবনার কপি পড়ার জন্য বিরোধীদের নূন্যতম সময় না দিয়েই তা পাশ করানো হয়।
এখানেই শেষ নয়, আরও অভিযোগ স্থানীয় ইস্যু বাদ দিয়ে আচমকাই মণিপুরের প্রসঙ্গ তুলে প্রস্তাব পাশ করানো হয় শাসকদলের তরফে। এরপরই মাসিক সভা ওয়াক আউট করল বাম এবং বিজেপি। অন্যদিকে মেয়র জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মেনেই এদিনই ওই বিল্ডিং নিয়ে সিদ্ধান্ত নিতে হত। তাই সবপক্ষকে জানিয়েই তা পাশ করানো হয়েছে।