সন্দীপ ঘোষের মামলা অন্য রাজ্যে নিয়ে যাক সিবিআই, দাবি তুললেন শুভেন্দু

83

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ সেপ্টেম্বর, কলকাতা: সন্দীপ ঘোষের মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আরজি কর ইস্যুতে বিজেপির সপ্তাহব্যাপী ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে ধরনা অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় মঙ্গলবার এই দাবি জানান শুভেন্দু।

তিনি বলছেন, ‘আমরা চাই সিবিআই সন্দীপ ঘোষের মামলা অন্য রাজ্যে নিয়ে যাক। যেমন রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে নিয়ে গিয়েছিল। এই মামলা বাইরে নিয়ে যেতে হবে। প্রয়োজনে অপোজিশন লিডার হিসেবে আমি ডাইরেক্টরকেও অনুরোধ করব। নির্যাতিতার পরিবারকেও এই বিষয়ে অনুরোধ করে বলব আপনারাও একই দাবি জানান।’’

দুর্নীতির অভিযোগে সোমবার রাতেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। মঙ্গলবার আদালত সন্দীপ-সহ ধৃত চারজনকে আটদিনের সিবিআই হেফাজতের নির্দেশও দিয়েছে। তবে বিরোধী দলনেতা মনে করেন, রোজভ্যালির মামলা যেমন ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছিল তেমনই আরজি করের মামলাগুলি অন্য রাজ্যে নিয়ে যাওয়া হোক। শুভেন্দুর এই দাবি ঘিরেই বর্তমানে ফের নতুন চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

তবে কী মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন শুভেন্দু? তাঁর দাবি ঘিরে সেই জল্পনাই তীব্র হতে শুরু করেছে। প্রসঙ্গত, দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সন্দীপ-সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। সন্দীপ ছাড়াও সোমবার গ্রেফতার করা হয়েছে আফসার আলি, সুমন হাজরা ও বিপ্লব সিংহ নামে তিন ব্যক্তিকে। এরমধ্যে আফসার সন্দীপের ব্যক্তিগত দেহরক্ষী। বাকি দুজন ভেন্ডর হিসাবে পরিচিত। ধৃতদের আটদিনের সিবিআই হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।