বিদ্যালয়ের মাঠে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল, প্লাস্টিকের গ্লাস, ক্ষুব্ধ শিক্ষক সহ অভিভাবকরা

0
22

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুলাই, জলপাইগুড়ি: শিক্ষার পীঠস্থান যেন হয়ে উঠেছে অসামাজিক কার্যকলাপের আখড়া। ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা ১ গ্ৰাম পঞ্চায়েতের ডাউকিমারি বাজার সংলগ্ন হরিমোহন জুনিয়র হাইস্কুলের মাঠ দেখে এমনটা মনে হতে বাধ্য। কেননা বিদ্যালয়ের মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে প্লাস্টিকের গ্লাস, বিভিন্ন রকম খাবারের প্যাকেট, জল ও মদের বোতল।

এমনকি অনেক সময় বিদ্যালয়ের মাঠে কনডোম পড়ে থাকতে দেখা যায় বলেও দাবি শিক্ষকদের। বিদ্যালয়ে যেতেই এক শিক্ষক জানালেন, বিদ্যালয়ের মাঠেই চলে মদ্যপান। মাঠে পড়ে রয়েছে মদের বোতল। তাহলে আমরা কি শেখাবো ছাত্র ছাত্রীদের? এমনকি মাঠে অনেক সময় কনডোম পড়ে থাকে। বাধ্য হয়ে সেসব অন্যত্র ফেলতে হয় আমাদের।

লক ডাউনের সময় থেকেই এই পরিস্থিতি বলে জানান শিক্ষকরা। এরপর বিষয়টি প্রশাসনকে জানাতেই কয়েকদিন নজরদারি চলায় মাঝে সেসব বন্ধ ছিল। নজরদারি বন্ধ হতেই ফের মাঠে পড়ে থাকতে দেখা যায় এইসব। এদিকে এই ঘটনায় ক্ষুদ্ধ শিক্ষকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও। প্রত্যেকেই এই ঘটনার যেমন নিন্দা জানিয়েছেন তেমনি যারা এইসব কাজের সাথে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here