পানীয় জলের অপচয় ও রাস্তা ক্ষতির কারনে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

5

ধূপগুড়ি, ১৩ জানুয়ারিঃ একদিকে দীর্ঘদিন থেকে পানীয় জলের অপচয় হচ্ছে, অন্যদিকে ক্ষতি হচ্ছে রাস্তার। পৌরসভা এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোমবার সকালে পথ অবরোধে সামিল হয়েছে ধূপগুড়ি পুরসভার ১ নং ওয়ার্ডের ভাওয়াল পাড়ার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।  ধূপগুড়ি হাসপাতাল থেকে গাদংগামী  রাস্তা আটকে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ। অবরোধের জেরে আটকে পড়েছে স্কুল বাসসহ একাধিক যানবাহন।

স্থানীয় বাসিন্দাদের দাবি পাশাপাশি রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয় ও আইসিডিএস সেন্টার। স্বাভাবিকভাবেই শিশুসহ অভিভাবকদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। তাই দ্রুত পানীয় জলের অপচয় বন্ধ এবং রাস্তা মেরামতের দাবিতে অবরোধে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশকে ঘিরেও ক্ষোভ উগড়ে দেয় বিক্ষোভকারীরা।