তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণ সভা হল মালদায়

35

মালদা, ১২ জানুয়ারিঃ তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণ সভা হল মালদায়। এদিন মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রামকৃষপল্লী ময়দানে।

এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্যনেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালী ঘোষ সরকার সহ আরও অনেকেই।

সকলে মিলে এদিন প্রথমে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণে মিনিট নীরবতা পালন করেন। এরপর এক এক করে সকলে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। দল বাবলাবাবুর অবদানের কথা তুলে ধরেন।