আশিঘরে বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

9

শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা এলাকার আশিঘর মোড়ে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বেহাল রাস্তার প্রতিবাদে। ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় থেকে নরেশ মোড় হয়ে নেপালি বস্তি পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তাটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি গর্তে ভরা ও ভাঙাচোরা হওয়ায় নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্কুল পড়ুয়া থেকে কর্মজীবী মানুষ কিংবা রোগী পরিবহণ—সকলেরই দুর্ভোগ যেন অন্তহীন। বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনের দোরগোড়ায় অভিযোগ জানিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। কাজের আশ্বাস মিললেও বাস্তবে রাস্তা সংস্কারের উদ্যোগ দেখা যায়নি। ফলে বাধ্য হয়েই এদিন সকাল থেকে পথ অবরোধে সামিল হন তাঁরা।

অবরোধের কারণে আশিঘর মোড় সংলগ্ন এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কর্মস্থলে রওনা হওয়া মানুষ থেকে পণ্যবাহী যান—সবই আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে স্থানীয়দের সঙ্গে আলোচনার পর অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হয়।

তবে বাসিন্দারা স্পষ্ট জানান, শুধু আশ্বাসে আর নয়। যতদিন না রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়, ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তাঁরা। এলাকার মানুষ এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের অপেক্ষায়।