খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি, নয়াদিল্লিঃ আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমবে। ভোটের হারেও বেশ কিছুটা ধাক্কা খেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সম্প্রতি প্রকাশিত জনমত সমীক্ষা তেমনটাই বলছে। দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪ সংস্থা একটি জনমত সমীক্ষা চালিয়েছে।
তাতে দেখা যাচ্ছে, বাংলার শাসকদল এবার বেশ কিছুটা ব্যাকফুটেই থাকবে। ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে আসন সংখ্যা বাড়বে বিজেপির। এই সমীক্ষা অনুযায়ী, বিজেপির জয়ী সাংসদের সংখ্যা শাসকদলকেও ছাপিয়ে যাবে। দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪ -এর জনমত সমীক্ষা বলছে, লোকসভা ভোটে বাংলায় এ বার সবচেয়ে খারাপ অবস্থা হবে তৃণমূলের।
দ্বিতীয় স্থানে চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কমতে পারে ভোটের হার। সমীক্ষা জানাচ্ছে তৃণমূলের ভোটের হার হতে পারে ৩১.৮৬ শতাংশ। তৃণমূল জিতবে ১৩টি আসন। ২০১৯ সালের তুলনায় যা ন’টি কম। গত বার তৃণমূল পায় ২২ টি আসন। ভোটের হার কমবে প্রায় ১১ শতাংশ। এদিকে, সংস্থাটির জনমত সমীক্ষা আরও বলছে, বাংলায় বিজেপি পেতে পারে ৪১.৭৮ শতাংশ ভোট। আসন জিততে পারে ২৯।
অর্থাৎ গতবারের তুলনায় ১১টি বেশি পাবে পদ্ম শিবির। জোটসঙ্গী সিপিএম-এর মতো কংগ্রেসও শূন্যতেই আটকে পড়বে বলে ইঙ্গিত এই জনমত সমীক্ষায়। তাদের ভোটের হার কমবে এক শতাংশ। এদিকে, চার শতাংশ ভোট কমবে সিপিএম-এর। জুটবে না একটিও আসন। আরও একাধিক ওপিনিয়ন পোল সামনে এসেছে। বাংলার পরিস্থিতি নিয়ে মানুষের মতামত গ্রহণ করা হয়েছে।
মুড অফ দ্য নেশনের জনমত সমীক্ষা অনুযায়ী, আগেরবারের মতো ২২টি আসন পাওয়ার সম্ভাবনা তৃণমূলের। তবে আসন সংখ্যা বাড়বে না শাসকদলের। লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি পেতে পারে ১৯টি আসন। মুড অফ দ্য নেশন এই জনমত সমীক্ষা প্রকাশ করেছে ফেব্রুয়ারি মাসে। TV-CNX-এর সমীক্ষায় দেখা যাচ্ছে, ৪২টি লোকসভা আসনের মধ্যে BJP পেতে পারে ১০টি আসন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩০টি আসন। বিজেপি-র ভাগ্যে যেতে পারে ৩৬ শতাংশ ভোট। তৃণমূল পেতে পারে ৪৮ শতাংশ ভোট।
বামফ্রন্ট পেতে পারে ছয় শতাংশ ভোট এবং কংগ্রেস পেতে পারে সাত শতাংশ ভোট। প্রসঙ্গত জনমত সমীক্ষা হলো একটি পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট বিষয়, প্রার্থী বা ঘটনা সম্পর্কে জনগণের মতামত জানা যায়। সমীক্ষার ফলাফল সবসময় সঠিক হয় না। তবে, সঠিকভাবে পরিচালিত হলে জনমত সমীক্ষা জনগণের মতামত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।