খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ অক্টোবর, কলকাতা: অক্টোবরে দুর্গাপুজোর মরশুমে লম্বা ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। নভেম্বরেও রাজ্য সরকারি কর্মীরা পাবেন মাসের প্রায় অর্ধেক ছুটি। নভেম্বর মাস ৩০ দিনের। ৩১ অক্টোবর কালীপুজোর দিনটা বৃহস্পতিবার। তবে রাজ্য সরকার এর পরের দিন ১ নভেম্বরও ছুটি দিয়ে রেখেছে। সেই শুক্রের ছুটির পরে শনি ও রবি মিলিয়ে চার দিনের ছুটি হতে পারত।
কিন্তু রবিবার মানে ৩ নভেম্বর আবার ভ্রাতৃদ্বিতীয়া। তবে রাজ্য সরকার পরের দিন সোমবারও ভাইফোঁটার অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। মানে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর টানা পাঁচ দিনের ছুটি। তার মধ্যে নভেম্বরের শুরুতেই চার দিন ছুটি। আবার ৭ নভেম্বর ছটপুজোর ছুটি। সে দিনটা বৃহস্পতিবার। পরের দিনও ছট উপলক্ষ্যে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। তার পরে আবার শনি ও রবিবার ছুটি। ফলে ৭ থেকে ১০ নভেম্বর টানা চার দিন ছুটি থাকবে।
১৫ নভেম্বর আবার গুরু নানকের জন্মদিন। সেটা শুক্রবার। তারপর আবার শনি, রবি ছুটি। সব মিলিয়ে ফের টানা তিন দিন ছুটি। আবার ২৩ ও ২৪ তারিখ শনি ও রবি বার। মাসের শেষ অর্থাৎ ৩০ নভেম্বর শনিবার। সব মিলিয়ে নভেম্বরে রাজ্য সরকারি কর্মীরা পাবেন ১৪ দিন ছুটি। ডিসেম্বর মাস শুরুও হচ্ছে রবিবার দিয়ে। ওই মাসটায় অবশ্য শনি, রবি বাদ দিলে ছুটি একটাই। ২৫ ডিসেম্বর বড়দিন।