খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, নয়াদিল্লিঃ মাসের শুরুতেই সুখবর। সস্তা হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। তেল বিপণন সংস্হাগুলি মঙ্গলবার সিলিন্ডার পিছু ১০০ টাকা করে দাম কমিয়েছে। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমেনি।
১ অগাস্ট মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমে হয়েছে ১৮০২ টাকা দিল্লির পাইকারি বাজারে এখন বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৬৮০ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে দাম হয়েছে যথাক্রমে ১৬৪০.৫০ টাকা এবং ১৮৫২.৫০ টাকা।
১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার সাধারণত হোটেল, রেস্তোরাঁতেই ব্যবহার করা হয়। দাম কমানোর ফলে ছোট রেস্তোরাঁ, হোটেল, ব্যবসায়ীদের অনেকটাই সুবিধা হবে।
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলেও রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি।
অর্থাৎ ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১,১০৩ টাকা, কলকাতায় ১,১২৯ টাকা, মুম্বইয়ে ১,১০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১,১১৮.৫০ টাকা। চলতি বছরের মার্চে শেষবার এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত করা হয়েছিল। ফলে আবার কবে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমবে, সেদিকেই নজর রয়েছে গৃহস্থদের।