খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৪ জানুয়ারি, ইন্দোর: চার সন্তানের জন্ম দিলে পুরস্কার হিসেবে মিলবে এক লক্ষ টাকা! এমনই ঘোষণা ঘোষণা করলেন মধ্যপ্রদেশের এক সরকারি বোর্ড (পরশুরাম কল্যাণ বোর্ড)-এর প্রধান বিষ্ণু রাজোরিয়া। বিষ্ণুর পদ ওই রাজ্যের মন্ত্রীর মতো বলে জানাচ্ছেন প্রশাসনিক কর্তাদের একাংশ। তিনি এ-ও দাবি করেছেন, হিন্দু জনসংখ্যা বৃদ্ধি না-হলে দেশ দখল করবে ‘দেশদ্রোহী’। এই তবে এ সুযোগ শুধুমাত্র ব্রাক্ষ্মণ দম্পতিদের জন্য।
ইনদওরে একটি কর্মসূচিতে বিষ্ণু দাবি করেন, দেশে ‘দেশদ্রোহী’দের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাঁর মতে, হিন্দুরা পরিবারে নজর দিচ্ছে না বলেই এমনটা হচ্ছে। বিষ্ণুর কথায়, ‘‘যুবসমাজকে নিয়ে আমার অনেক আশা। প্রবীণদের থেকে বেশি আশা করা যায় না। যুবসমাজ, তোমাদের হাতেই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার ভার। তরুণেরা একটি সন্তানের পরেই থেমে যান। এটা সমস্যার। আমি অনুরোধ করছি, অন্তত চারটি সন্তানের জন্ম দিন।’’
এর পরেই তাঁর ঘোষণা, তিনি বোর্ডের প্রধান থাকুন বা না-থাকুন, চার সন্তানের জন্ম দিলেই এক লক্ষ টাকা পাবেন দম্পতিরা। পরে তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ব্যক্তিগত উদ্যোগে’ এই টাকা দেওয়া হবে, সরকারি উদ্যোগে নয়। কেন তিনি এই পুরস্কার ঘোষণা করছেন, তা-ও জানিয়েছেন বিষ্ণু। তাঁর কথায়, ‘‘তরুণেরা বলেন, এখন পড়াশোনার খরচ অনেক বেশি। কোনও ভাবে চেষ্টা করুন। কিন্তু তা বলে সন্তানের জন্ম দেওয়া বন্ধ করলে চলবে না। নয়তো দেশদ্রোহীরা দেশ দখল করবে।’’ স্বভাবতই রাজোরিয়ার এই মন্তব্য নিয়ে চারিদিকে প্রবল সমালোচনা শুরু হয়েছে।
কংগ্রেস নেতা মুকেশ নায়েক বলেন, রাজোরিয়ার অবশ্যই তাঁর মন্তব্য পুনর্বিবেচনা করে দেখা উচিত। ‘তিনি একজন শিক্ষিত মানুষ। আমি তাঁকে বলতে চাই, জনসংখ্যা বৃদ্ধি আজ বিশ্বের অন্যতম বড় সমস্যা। সন্তান সংখ্যা যত কম হবে, তাদের শিক্ষা নিশ্চিত করা তত সহজ হবে। একটি উন্মাদনা তৈরি করা হচ্ছে যে মুসলমানরা হিন্দুদের চেয়ে বেশি সংখ্যায় থাকবে এবং তারা হিন্দুদের স্থান দখল করে নেবে। এগুলি সব কাল্পনিক ভাবনা। আমাদের দেশ তখনই শক্তিশালী হবে, যখন আমরা ঐক্যবদ্ধ থাকব।’অন্যদিকে, রাজোরিয়ার এই মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে বিজেপিও। তাদের বক্তব্য, বিষ্ণু যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত। তাদের তরফে বলা হয়েছে, ‘‘সন্তানজন্মের বিষয়টি অভিভাবকদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। দলের এই নিয়ে কিছু বলার নেই।’’