খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ ফেব্রুয়ারি, কলকাতা: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।
ব্রাত্য বলেন, ‘‘এ বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দু’-তিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি মাধ্যমিক শুরু হবে। এই নিয়ে মধ্য শিক্ষা পর্ষদকেও সোমবার জানিয়ে দিয়েছি।’’ এর পরেই ব্রাত্য জানান, কবে কোন পরীক্ষা হবে, তা শীঘ্রই ওয়েবসাইটে দেবে পর্ষদ।
২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ তারিখ ভূগোল, ১৯ তারিখ জীবন বিজ্ঞান, ২০ তারিখ পদার্থ বিজ্ঞান, ২২ তারিখ অঙ্ক, ২৪ তারিখ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। চলতি বছরের মাধ্যমিক শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। ১২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়।
এদিন ব্রাত্য বসু জানান, এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। সারা রাজ্যে সুষ্ঠুভাবেই পরীক্ষা হয়েছে। প্রশ্নফাঁস রুখতে অনেক আলোচনা করে প্রশ্নে কিউআর কোড দেওয়া সয়েছিঢ়। এবার প্রত্যেকে যারা ছবি তুলেছিল তাদের ধরা গিয়েছে। এবার মোট ৩৬ জনের পরীক্ষা বাতিল হয়েছে।