শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঢেউ সারা রাজ্যে তথা দেশ ছাড়িয়ে বিদেশেও। এহেন পরিস্থিতিতে ফের ‘স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি’ নিয়ে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “শিক্ষা ও খাদ্যের থেকে বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে, আগে খাদ্য ও শিক্ষা জেলে গেছে এবার স্বাস্থ্য যাবে জেলে।”
এদিন কোচবিহারের মাথাভাঙাতে দলীয় কর্মসূচিতে যোগদান করতে বাগডোগরা বিমান বন্দরে পৌছান শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমান বন্দর থেকে সড়ক পথে মাথাভাঙ্গার উদ্দেশ্যে রওনা হন তিনি। বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন, এবার লোকসভা নির্বাচনে বাঙালিদের ভোট সবচেয়ে কম পেয়েছে তৃনমূল।
বাঙ্গালী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে মুসলিম ভোট ও পুলিশের জন্য। সারা রাজ্যে পুলিশকে গুন্ডা বানিয়েছে।তিনি আরও বলেন,ডাক্তাররা একমাস ধরে লড়াই করে যাচ্ছে শেষ পর্যন্ত তারা লড়াই করবে বলে তিনি আশা প্রকাশ করেন।