কেদারনাথ যাওয়ার রাস্তায় ধস, নিখোঁজ অন্তত ১৯ পুণ্যার্থী

0
38

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ অগাস্ট, নয়াদিল্লিঃ কেদারনাথ যাওয়ার রাস্তায় ভূমিধস। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের কাছে ঘটনাটি ঘটেছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে অন্তত তিনটি দোকান। নিখোঁজ অন্তত ১৯ জন।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গৌরীকুণ্ড পোস্ট ব্রিজের কাছে প্রবল বর্ষণের কারণে ভূমিধস হয়। ভূমিধসের নীচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি দোকান। চাপা পড়েন দোকানগুলির মালিক এবং কর্মচারীরাও। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন।

বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন বিনোদ (‌২৬)‌, মুলায়ম (‌২৫)‌, আশু (‌২৩)‌, প্রিয়াংশু চামোলা (‌১৮)‌, রণবীর সিং (‌২৮)‌, স্ত্রী ও তিন সন্তান সহ চাপা পড়েছেন অমর বোহরা। এছাড়াও নিখোঁজ দুই শিশু জটিল (‌৬)‌ ও ভকিল (‌৩)‌। নিখোঁজদের মধ্যে অধিকাংশই নেপালের বাসিন্দা বলে জানা গেছে।

রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার জানিয়েছেন, ‘নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করতে অভিযান শুরু হয়েছে।’ ২৪ ঘণ্টা ধরেঢ় গৌরীকুণ্ড এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে। তার জেরেই এই ঘটনা বলে রুদ্রপ্রয়াগের বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক আধিকারিক জানান। প্রসঙ্গত, গত জুনেই বেশ কয়েকদিনের জন্য কেদারনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়। খারাপ আবহাওয়ার জেরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নেয়নি প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here