মহম্মদ সেলিম ‘উড়ে আসা বাজপাখি’! মুর্শিদাবাদে তোপ মমতার

0
11

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ এপ্রিল, মুর্শিদাবাদ: উড়ে এসে একজন “বাজপাখি” মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছেন। সোমবার মুর্শিদাবাদের খড়গ্রামে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে ভোট প্রচার করতে এসে এই ভাবেই বাম-কংগ্রেস জোটকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী মহম্মদ সেলিমের নাম না করে মমতা বলেন, “উড়ে এসে একজন “বাজপাখি” মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়েছেন। মুর্শিদাবাদ কেন্দ্রে কংগ্রেস সেলিমকে লড়তে পাঠিয়েছে। উত্তর দিনাজপুরে ফরওয়ার্ড ব্লকের রমজানকে লড়তে পাঠিয়েছে। মালদাতেও একজনকে পাঠিয়েছে। অর্থাৎ যেগুলো তৃণমূলের পাক্কা সিট তাতে জল ঢেলে দিয়ে, ঘোল ঘেঁটে দিয়ে যাতে তৃণমূল কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে জেতানো যায় তার চেষ্টা করছে।”

এর পর নেত্রীর আরও সংযোজন, ”একটায় দুটো ফ্রি। সিপিএম কিনলে কংগ্রেস আর কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি।” এদিনের সভা থেকে ইন্ডিয়া জোটে কংগ্রেসের ভূমিকার সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”ইন্ডিয়া জোটে আমি আছি, ওই নাম আমিই দিয়েছিলাম। কিন্তু সিপিএম-কংগ্রেসের বন্ধ জোটে নেই।

কংগ্রেসকে বলেছিলাম, এখানে তোমাদের দুটো আসন দিচ্ছি।  একার ক্ষমতায় লড়ো। কিন্তু শুনল না। মুর্শিদাবাদ, রায়গঞ্জ, মালদহে তৃণমূলের ভোটবাক্সে থাবা বসানোর লক্ষ্যে ওখানে প্রার্থীদের দাঁড় করিয়েছে। লাভ নেই। মনে রাখবেন, তৃণমূল প্রার্থীরা জিতলে আপনাদের জন্য কাজ করবে। ভোট কাটাকাটিতে যাবেন না।”

তৃণমূলনেত্রীর কথার প্রতিক্রিয়ায় সিপিএম নেতা তথা দমদমের প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, ‘‘উনি ভোটকে তৃণমূলের সম্পত্তি মনে করছেন। কিন্তু মানুষ দাসত্ব ভাঙছেন। তাই উনি ভয় পাচ্ছেন। আজকের বক্তৃতা থেকে আতঙ্ক স্পষ্ট।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here