পিঠে, পাটিসাপ্টা এবং নলেন গুড়ের গন্ধে আপনার ঘর ভরে উঠুক’, মকরসংক্রান্তিতে রাজ্যবাসীকে বার্তা মমতা-অভিষেকের

24

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৪ জানুয়ারি, কলকাতা: আজ মকর সংক্রান্তি। এ দিন ঘরে ঘরে পিঠে-পুলি, পাটিসাপ্টা খাওয়ার রীতি রয়েছে। অন্যদিকে প্রয়াগরাজ থেকে গঙ্গাসাগর মেলা, সব জায়গায় পুণ্যলাভের আশায় জড়ো হয়েছেন পুণ্যার্থীরা। এই আবহে রাজ্যবাসীকে সংক্রান্তির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মাটির থালায় সাজানো পাটিসাপ্টা, পায়েস, একদিকে সেদ্ধ পুলি, আরেকদিকে ভাজা পুলি। ভোজনরসিকদের কাছে একেবারে কাঙ্ক্ষিত ছবি। মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাতে গিয়ে সেই ছবি তুলে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে এভাবেই তিনি পৌষ সংক্রান্তি উদযাপন করেছেন। অন্যদিকে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সবাইকে সুখী এবং প্রাণবন্ত মকর সংক্রান্তির শুভেচ্ছা! সূর্যের সোনালি আলোর উষ্ণতা সমৃদ্ধি আনুক।’

অভিষেক আরও লেখেন, ‘পিঠা, পাটিসাপ্টার এবং নলেন গুড়ের গন্ধে আপনার ঘর মাধুর্যে ভরে উঠুক। আসুন এই পবিত্র দিনটিকে কৃতজ্ঞতা, ঐক্য এবং নতুন ফসল কাটার আশীর্বাদের সঙ্গে উদযাপন করি।’ মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, নবান্ন – এসবই প্রায় সমার্থক। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অন্যতম শীতের এই উৎসব।

পাশাপাশি অনেক পুণ্যার্থী এই বিশেষদিনে ভিড় জমান গঙ্গাসাগরে। পুণ্যস্নান সারেন, পুজো দেন কপিল মুনির আশ্রমে।  পূণ্যস্নান, মেলাকে কেন্দ্রকে প্রতিবছরই সেজে ওঠে গঙ্গাসাগর। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় রাজ্যের তরফে। এবছরও তা করা হয়েছে। পুণ্যার্থীদের স্বার্থে রাজ্যের তরফে চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। যাতে পুণ্যস্নান সারতে এসে কোনওভাবে সমস্যায় না পড়েন কেউ সেদিকে নজর প্রশাসনের।