খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, কলকাতাঃ সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার করম পুজো এবং সবেবরাতেও ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা জানান তিনি।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমরা সব উৎসবকে সমান গুরুত্ব দিই। এতদিন পর্যন্ত রাজ্যে শবেবরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে (অর্থাৎ নির্দিষ্ট একটি শ্রেণির জন্য ছুটি) থাকত। কিন্তু, দীর্ঘদিন ধরেই এই দুই দিনে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করার দাবি উঠছিল। এবার থেকে এই দুই দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করল।”
তিনি আরও বলেন, “বাংলা কাউকে বঞ্চিত করে না। কেউ যদি বলে ৩৬৫ দিনে ৩৬৫টা ছুটি দেওয়া হোক তা সম্ভব নয়। আমার মনে হয় বাংলায় সবচেয়ে বেশি ছুটি দেওয়া হয়। কারণ, আমি বিশ্বাস করি যাঁরা কাজ করেন তাঁদের বিশেষ দিনে ছুটি পাওয়ার অধিকার আছে। আমরা মাতৃত্বকালীন ছুটিও দিই ৭৩১ দিন। পিতৃত্বকালীন ছুটিও আছে ১ মাস।”
এদিন মুখ্যমন্ত্রী এও জানান, রাজ্য যেসব পুরস্কার বা স্বীকৃতি পেয়েছে সেগুলিকে এক জায়গায় রাখা হবে। আলিপুর সংশোধনাগারে একটি সংগ্রহশালা করা হবে বলে জানিয়েছেন তিনি।