কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, ৬ অগাস্ট ব্লকজুড়ে ধর্নার ডাক মমতার

0
36

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ অগাস্ট, কলকাতাঃ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ৬ অগাস্ট ব্লকজুড়ে প্রতিবাদ কর্মসূচি করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্ন থেকে কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেন্দ্রের থেকে প্রাপ্য না মেলায় বহু ঘোষিত ভাতা দিতে সমস্যায় পড়েছে রাজ্য। মিলছে না ১০০ দিনের কাজের টাকা। তবু জব কার্ড হোল্ডারদের কিছু টাকা দেওয়া হয়েছে। এবারেও ১১ হাজারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নিজের টাকায় তৈরি করেছে।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, একাধিক প্রকল্পের ক্ষেত্রে গোটা দেশের মধ্যে শীর্ষ স্থানে থাকে বাংলা। তা সত্ত্বেও বাংলা বঞ্চনার শিকার। এমনকি একাধিক প্রকল্পের জন্য রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি, পুরস্কার পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে একাধিক কেন্দ্রীয় টিম বাংলায় এসে ঘুরে দেখে গেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, ‘পারফরম্যান্স ভাল হলে তো পুরস্কার দেয় শুনেছি। কিন্তু এক্ষেত্রে যারে দেখতে নারি তার চলন ব্যাঁকা। তাই ওরা গরিব লোকের টাকা আটকে দিয়েছে।’

প্রসঙ্গত, ব্লকে বিজেপি নেতৃত্বের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির কথা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি নিয়ে আদালতে মামলা হলে কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত জানায় কলকাতা হাইকোর্ট। এবার সেই কর্মসূচিকে নতুন করে ৬ অগাস্ট রাজনৈতিক কর্মসূচি হিসেবে ঘোষণা করলেন তৃণমূল নেত্রী।

জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি ব্লকে ব্লক অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হবে। বেলা ১২টা থেকে ৪টে এই কর্মসূচি পালন করবে জেলা তৃণমূল নেতৃত্ব। ব্লকে ব্লকে ধরনা কর্মসূচিও করা হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here