খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, কলকাতা: ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে একের পর এক প্রাণহানি ঘটেছে। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। ভোট মিটতেই বুধবার মৃ্ত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘মৃত্যুর ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। ভোট বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে। আমি পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি। তারা পদক্ষেপ নিক’।
নিহতদের জন্য এদিন আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, নিহত ১৯ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং হোমগার্ডের চাকরি দেবে রাজ্য সরকার। আর্থিক সাহায্যের ক্ষেত্রে সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনও ভেদাভেদ হবে না। আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস। সেদিন ভোটে নিহতদের শ্রদ্ধা জানানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।