খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৬ জানুয়ারি, কলকাতা: স্যালাইন কাণ্ডে মৃত প্রসূতির পরিবারের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মেদিনীপুর হাসপাতালে মৃত প্রসূতির পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। এমনকী পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি। নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজ নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই মামণি রুইদাসের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘মৃতার পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। পরিবারের এক সদস্যকে দেওয়া হবে চাকরি। স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যদফতর ও সিআইডির জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসকদের গাফিলতি প্রমাণিত হয়েছে। এমনকী দুটি রিপোর্ট মিলে গিয়েছে। তাই হাসপাতালের সুপার–সহ জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে মোট ১২ চিকিৎসককে সাসপেন্ড করা হচ্ছে। সাসপেন্ড হওয়া ডাক্তারদের বিরুদ্ধে সিআইডি তদন্ত করবে।’
একই সঙ্গে চিকিৎসক-নার্স-স্বাস্থ্য কর্মীদের ডিউটি সম্পর্কে সচেতন করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরিষেবার ক্ষেত্রে কারও গাফিলতি বরদাস্ত করা হবে না। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। মনে রাখবেন, কাউকে শাস্তি দেওয়া নয়, আমাদের উদ্দেশ্য থাকবে মানুষকে কীভাবে আরও ভাল পরিষেবা দেওয়া যায়, সেদিকে নজর দেওয়া।
গত ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। অভিযোগ, স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। পরে এক প্রসূতির মৃত্যু হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজে অসুস্থ হয়ে পড়া প্রসূতিদের এক জনের সন্তানও প্রাণ হারিয়েছে। এদিনই নবান্ন থেকে মেদিনীপুর কাণ্ডে ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসকদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী। সাফ বললেন, চিকিৎসকরা দায়িত্ব পালন করলে এই পরিস্থিতি হত না।